নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি। তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেলে কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত ১৫ নম্বর অঞ্চলের ঘোষডিহা, ছোটোপসা, পাহাড়চক এবং ১৪ নং অঞ্চলের ঝেতলা, মন্তা ও মজুরিয়া এলাকায় কেন্দ্রবাহিনীর রোডমার্চ লক্ষ্য করা গেল। পাশাপাশি মন্তা এলাকায় একটি অভিযোগকারী পরিবারের সঙ্গেও কথা বললেন তারা। শেখ পিয়ার আলীর স্ত্রী ওয়াহিদা বিবি জানান, “কোন অসুবিধা নেই এখন। তবে বেশ কয়েক বছর আগে আমরা ভোট দিতে পারনি। এখন ভোট দিতে পারব আশা রাখছি, যদি কোন সমস্যা হয় মিডিয়াকে জানাবো।”
কেন্দ্র বাহিনী আধিকারিক সো মাহাত জানান, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে পাঠানো হয়েছে, ভোটের আগে মানুষকে আশ্বস্ত করতে। সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পরবর্তীতে যেই মতো নির্দেশ আসবে সেই মতো কেন্দ্রীয় বাহিনীর কাজ শুরু হবে বলেও জানান তিনি।