শিউড়ে ভোট, মন্ত্রীর গাড়িতে হামলা-ভাঙচুর! তারপর...

উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের পর অশান্ত হয়ে উঠল কোচবিহার।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ আজ সন্ধ্যায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ উঠল। কোচবিহারের হরিণ চওড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সূত্রে খবর, বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে। যদিও এখনও অবধি বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

udayanguha

জানা গিয়েছে, উদয়ন গুহ দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন। ঘুঘুমারির তোর্ষা ব্রিজের পর হরিণ চওড়া ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি। সেই সময় গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। গাড়ির পিছন দিকের কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।

Add 1

উদয়ন গুহর অভিযোগ, দিনহাটার কর্মসূচি সেরে তিনি কোচবিহারে পার্টি অফিসে এসে বসবেন ঠিক করেছিলেন। সেই মতো স্থানীয় নেতাদের জানিয়ে রেখেছিলেন। ঘুঘুমারিতে ব্রিজের মুখে গাড়ি উঠতেই দেখেন সারি বেধে গাড়ি দাঁড়িয়ে। জানতে পারেন বিজেপির একটি মিছিল চলছে। তারপর হঠাৎ আমার গাড়িতে আক্রমণ শুরু হল। আমার অ্যাটেনডেন্টকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো হয়। গাড়ি ভাঙচুর করা হয়।