নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: লোকসভায় তাণ্ডবের ঘটনায় বঙ্গ-যোগ পাওয়া গেছে। এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, '' এদের কাজই বাংলার কুৎসা করা। নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও নিরাপত্ত লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছে। '' --- এই কথার পরিপ্রেক্ষিতে এবার সরব হয়েছেন বিজেপির সংসদ দিলীপ ঘোষ।
আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়্গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করেন বিজেপির সংসদ দিলীপ ঘোষ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন '' তদন্ত হচ্ছে, লোকসভায় যে আক্রমণ হয়েছে তদন্তে পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলা থেকে চক্রান্ত করে এখান থেকে গেছে। যারা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়ে দেশের বদনাম করেছে। তারা তৃণমূলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তৃণমূলের নেতাদের সঙ্গে যুক্ত। এর জবাব তৃণমূল এবং মুখ্যমন্ত্রী কে দিতে হবে। দেশের এত বড় একটা বদনাম করল যারা। বিনা কারণে বিদেশের কাছে মাথা নত করে দিচ্ছে আমাদের কয়েকটা লোক। আর তাদেরকে উৎসাহ দিচ্ছে তৃণমূল। ''