ঝাড়গ্রাম:
ঝাড়গ্রামে তৃণমূলের সভায় ছিলেন রাজ্যের তারকা নেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ও তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন ঝাড়গ্রামের বিনপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের অন্যায়, অত্যাচার, বঞ্চনা ও ১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া টাকা আটকে রাখা দাবিতে ঝাড়গ্রাম জেলার শিলদাতে একটি সভার আয়োজন করা হয়। এই সভাতে যোগ দিতে আসেন রাজ্যের তারকা তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত সহ একাধিক নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনাকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিন মঞ্চ থেকে সায়ন্তিকা ব্যানার্জি বিজেপিকে সরাসরি কটাক্ষ করেন। তিনি বলেন, " কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি যেভাবে বঞ্চনা করছে, বাংলার মানুষ প্রতিহিংসার শিকার হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই সভা। তিনি আরো বলেন, "বাংলার মা বোনদের কিভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে সেটা আমরা দেখছি। বাংলার সাধারণ মানুষের জন্য আমার লড়াই করছি আগামী দিনেও করবো। পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য বলেন, "লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অধিকাংশ আসন জিতবে। গত লোকসভা নির্বাচনে আমাদের অনেক আসন হাতছাড়া হয়েছিল এবারে আমাদের আশা সবকটি আসন আবার আমরা জিতব"। আজকের এই সভা ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
a a a a a a a a aa a a a a a a a a a a a a aa a a aa a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a