নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে দেশ জুড়ে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দুই দফার ভোটপর্ব শেষ হয়ে গিয়েছে দেশে। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে ৪০০ টিরও বেশি আসনে জয়ের লক্ষ্যে নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছে। মোদীর ৪০০ আসনে জয়ের লক্ষ্যে হুগলি থেকে প্রার্থী করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। পূর্ব লোকসভা নির্বাচনে এই আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার ফের একবার তার কাঁধেই এই আসনের দায়িত্ব দিয়েছে মোদী সরকার।
তার বিপক্ষে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রচনা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন।
তবে নিজের জয় নিয়ে আশাবাদী লকেট চ্যাটার্জি। আজ মনোনয়ন পত্র জমা দেবেন লকেট চ্যাটার্জি। তার আগে তিনি ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই লোকসভা কেন্দ্রের দুই প্রসিদ্ধ মন্দির মহানাদ জটেশ্বর শিব মন্দির ও দয়াময়ী কালী বাড়িতে পুজো দিয়ে জয়ের জন্য আশীর্বাদ নিয়েছেন মা কালী ও বাবা মহাদেবের থেকে। ইতিমধ্যেই তার দুই মন্দিরে পুজো দেওয়ার ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-
মনোনয়নপত্র জমা করবার পূর্বে আজ চুঁচুড়া দয়াময়ী কালী বাড়িতে পুজো-অর্চনায় অংশগ্রহণ করলাম।#isbar400par #HooghlyBasiBJPErSonge pic.twitter.com/NbL3QF7mBC
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) April 30, 2024
মনোনয়নপত্র জমা করবার পূর্বে আজ মহানাদ জটেশ্বর শিব মন্দিরে পুজো-অর্চনায় অংশগ্রহণ করলাম। #Bholenath #NominationDay #HooghlyTeBJPAbar pic.twitter.com/WPgghJW4Wv
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) April 30, 2024