গাড়ি ঘিরে বিক্ষোভ...আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা..., বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর

বিজেপি প্রার্থী লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ।

author-image
Aniruddha Chakraborty
New Update
1648156144_locket-chatterjee.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠল। জানা গিয়েছে, শনিবার বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় লকেটকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। নাম জড়িয়েছে তৃণমূলের দিকে। গো ব্যাক স্লোগান দেওয়ারও অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হুগলি জেলা নেতৃত্বের অভিযোগ, সাংসদের গাড়ির উপর হামলা চালানো হয়। 

lockett fgh.jpg

লকেট চট্টোপাধ্যায় বলেন, "শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় কালীতলায় যায়। কালীপুজোয় গিয়েছিলাম। ফেরার সময় গাড়িতে উঠেই দেখি কিছু লোক, হাতে তাঁদের বাঁশ। তাতে কালো পতাকা লাগানো। তাঁরা আসছেন। অশ্রাব্য কথা, গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আমার গাড়ি ঘিরে, গাড়িতে মারতে থাকে। আমার নিরাপত্তারক্ষীরা তাদের বোঝাতে গেলেও শোনেননি। আমি ভিডিও করছি বলে ওঁরা আরও বেশি করে করছে। এরপর ভিডিওটা বন্ধ করে দিই। আমার সিটের পাশের কাচ ভাঙার চেষ্টা হয়েছে, একজন গাড়িতে ওঠারও চেষ্টা করেন। ড্রাইভার ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কাচ ভাঙার চেষ্টা করে। বড় ষড়যন্ত্র ছিল, আমরা কিছু জানতে পারিনি। শিল্পী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসব হয়েছে।" লকেটের প্রশ্ন, 'একজন মহিলার উপর এরকম হামলা, কোথায় দাঁড়িয়ে রাজ্যটা?'

Add 1