ট্রাম্পের দাবিতে মধ্যস্থতা ছিল না! ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি
অপারেশন সিন্দুর বুঝিয়ে দিল ভারতের ভবিষ্যৎ মানসিকতা! জানিয়ে দেওয়া হল
রক্তাক্ত শিক্ষকরা, প্রতিবাদ মেদিনীপুরে! ছাত্র ধর্মঘটের ডাক
BREAKING: দীর্ঘ বৈঠকেও মিললো না কোনও সমাধান ! ফের বৈঠকে বসতে রাজি রাশিয়া-ইউক্রেন
ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন, নজির নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে
কুলটি ট্রাফিক গার্ডের নতুন সংস্করণ
চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ SUCI-এর
BREAKING: ঘুমাতে দেওয়া হয়নি,চলতো মানসিক নির্যাতন ! পাকিস্তানে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পূর্ণম সাউ
কানের লতি ও হাতের কনুই দেখেই গেল চেনা, ৩০ বছর পর বাড়ি ফিরলো ছেলে!

শ্রমিকদের ঢুকতে না দিয়ে, গ্রামবাসীদের কাজের দাবিতে কারখানার গেটে তুমুল বিক্ষোভ স্থানীয়দের

তুমুল বিক্ষোভ স্থানীয়দের।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ws

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বিদ্যাসাগর শিল্প তালুকে আদিত্য বিড়লার নির্মীয়মান রং কারখানার গেট আটকে বিক্ষোভ দেখালেন জমিদাতা গ্রামবাসীরা। গেট আটকে দেওয়ায় কোন কর্মী কারখানায় ঢুকতে পারেননি। আজ সকাল থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ এসে সমাধান করে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

জমিদাতা স্থানীয় বাসিন্দা গয়া প্রসাদ দোলই বলেন, '' জমি দেওয়ার সময় আমাদের বলা হয়েছিল চাকরি দেওয়া হবে। কিন্তু চাকরি দেওয়া হয়নি। বাইরে থেকে ছেলেরা এসে কাজ করছে। আমাদের বাড়ির বেকার ছেলেমেয়েদের কাজ দেওয়া হোক। আমাদের বাড়িতে অনেক শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে। '' 

এছাড়াও, গয়া প্রসাদ জানান,  '' ঘোলগেড়িয়া মৌজায় প্রায় ৫০টি পরিবার কারখানার জন্য জমি দিয়েছেন। সমস্যার সমাধানে কারখানা কর্তৃপক্ষ কথা বলে কোন সিদ্ধান্তে না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে। ''