গরমে বাড়ছে জলকষ্ট! পথ অবরোধে মিটবে কি সমস্যা?

বৈশাখের চড়া রোদে রীতিমত রাস্তায় হাড়ি-বালতি রেখে পথ অবরোধ এলাকাবাসীর। মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে চরমে উঠেছে জলকষ্ট। আর তার জেরেই চলছে প্রতিবাদ।

author-image
Pallabi Sanyal
New Update
water

রিং রোডে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে জলকষ্টের প্রতিবাদে মেদিনীপুর শহরের রিংরোডে অবরোধ স্থানীয়দের। বৈশাখের চড়া রোদে রীতিমত রাস্তায় হাড়ি-বালতি রেখে পথ অবরোধ এলাকাবাসীর। এলাকাবাসীদের অভিযোগ,  এর আগে বিভিন্ন জায়গায় বারবার জানিয়েও হয়নি কোনও সূরাহা। অবশেষে রাস্তায় বালতি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ঘটনাস্থলে পৌর প্রধান সৌমেন খান এসে সরাসরি তাদের সাথে কথা বললেন। দীর্ঘ ১০ দিন ধরে  খারাপ জল খেতে হচ্ছে তাদের। কেউবা অন্য জায়গা থেকে জলে এনে খাচ্ছেন, এমনই অভিযোগ এলাকাবাসীর। তবে পৌর প্রধান বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করেন।