ফের বড়সড় দুর্ঘটনা এড়াল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
train.jpg

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়ার মালগাড়ি দুর্ঘটনার পর এবার আতঙ্ক বর্ধমানে। কোনও ক্রমে দুর্ঘটনা এড়াল হাওড়া-কাটোয়া লোকাল ট্রেন। যাত্রী বোঝাই ট্রেনটি সজোরে থেমে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন তাঁরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট স্টেশনের কাছে। ট্রেনের সামনে চোট লাগার দাগ স্পষ্ট।

জানা গিয়েছে, এদিন দাঁইহাট স্টেশনের চার নম্বর প্লাটফর্মে প্রচুর স্লিপার রাখা ছিল। সেগুলো প্লাটফর্ম থেকে বেরিয়ে ছিল। তাতেই ধাক্কা মারে ট্রেনটি। সঙ্গে সঙ্গেই চালক এমার্জেন্সি ব্রেক কষলে ট্রেনটি থেমে যায়। যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে পড়েন ট্রেন থেকে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "স্লিপারগুলো ওই ভাবে রাখা ঠিক হয়নি। আর একটু ভিতরে রাখতে পারত। ট্রেনের জন্য কতটা জায়গা লাগবে, সেটা বোঝা উচিত ছিল। রাত ৯ টা ২ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। চালক বুঝতে পেরেই ট্রেনটি দাঁড় করিয়ে দেন।"