কানে ফোন, লোকাল ট্রেনের ধাক্কা! এবার প্রাণ গেল শিক্ষকের

লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষকের।

author-image
Aniruddha Chakraborty
New Update
trains.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষকের। ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, হাসনাবাদ লোকালের ধাক্কায় মৃত্যু হয়েছে শিক্ষকের। তিনি বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, সেই সময় লাইনে আচমকা চলে আসে আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল। সূত্রে খবর, শনিবার সকালে শিয়ালদহ-হাসনাবাদ শাখার মালতীপুর ও কাঁকড়া মির্জানগর স্টেশনের মাঝখানে এই ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে ৫৩ বছরের বঙ্কিম মিস্ত্রির। তিনি পেশায় প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক বলে জানা গিয়েছে। বাড়ি বসিরহাটের ন‍্যাজাট থানার সেহেরা অঞ্চলে। সেখানেই শিক্ষকতা করতেন তিনি। বঙ্কিম বাবুর ছেলে থাকেন কলকাতায়। তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বঙ্কিম বাবু। সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বসিরহাটের জিআরপি। মৃতদেহ উদ্ধার করে বারাসাত রেল পুলিশ মর্গে পাঠিয়েছে। 

hire