ঘরছাড়া স্থানীয় বাসিন্দারা, সমস্যায় এলাকাবাসী

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
ক

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অন্ডাল থানার অন্তর্গত ইসিএল এর মধুজোর কোলিয়ারির ৫/৬ নম্বর পিট এলাকার প্রায় ৮০ টি পরিবার এখন চরম সমস্যায়। এই এলাকার এলাকার এই পরিবার গুলি দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে ইসিএল এর পরিত্যক্ত আবাসনে বাস করে আসছেন। যদিও এই আবাসন গুলিতে বসবাসকারীরা কেউই ecl কর্মী নন বলে জানান। স্থানীয়দের অভিযোগ এই আবাসন গুলিতে তারা প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে বসবাস করে আসছেন। বর্তমানে কোরিয়ারি কর্তৃপক্ষ আবাসন গুলি খালি করার নোটিশ দেওয়াই বিপাকে পড়েছেন তারা। বারবারই ছিলেন বিভিন্ন আধিকারিক এর কাছে অভিযোগ জানিও কোন কাজ হচ্ছে না বলেই বৃহস্পতিবার অন্ডালের দক্ষিণখন্ড পঞ্চায়েতের প্রধানের হাতে আবেদন পত্র তুলে দেন।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় মন্ডল, বুলু রায় ও শম্পা রুইদাস রা জানান, হঠাৎ করে তাদের ঘর ছাড়তে বললে কোথায় যাবেন তারা? কেননা এই এলাকাবটে তারা দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাস করে আসছেন, ৪০ থেকে ৪৫ বছরের বেশি ধরে এই এলাকায় রয়েছেন বলে জানান। কিন্তু হঠাৎ করে ইসিয়ার কর্তৃপক্ষ তাদের এই ঘর গুলি ছাড়বার জন্য নোটিশ জারি করায় বিপাকে পড়েছেন তারা। তাদের দাবি তাদের অন্যত্র কোথাও পুনর্বাসন না দিলে জায়গা ছাড়বেন না প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না হলে এই আন্দোলনের জন্য মৃত্যুবরণ করতে ও প্রস্তুত তারা। পিছনের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কাজে না হওয়ায় তাই পঞ্চায়েতের প্রধানের কাছে অনুরোধ নিয়ে হাজির স্থানীয়রা।

দক্ষিণ খন্ড পঞ্চায়েত প্রধান অনন্ত ঘোষ অনুরোধ পত্র হাতে নিয়ে জানান, ইসিএল এলাকার ব্যাপার পঞ্চায়েতের অধীনে পড়ে না তবুও স্থানীয় মানুষদের মুখ চেয়ে তারা ই সি এল এর কাছে আবেদন জানাবেন যাতে করে মানুষগুলির নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা হয়।