নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সকাল সকাল ঝাড়গ্রাম শহরে পথ অবরোধ। সমস্যায় সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় রাস্তা অবরোধ করলো ৭ এবং ৩নং ওয়ার্ডের বাসীন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত প্রায় ১বছরের বেশী সময় ধরে ঝাড়গ্রাম শহরের প্রায় সমস্ত রাস্তার বেহাল অবস্থা। তার মধ্যে ৭ এবং ৩ নং ওয়ার্ড অর্থাৎ বাছুরডোবা, গাইঘাটা সহ বেশ কয়েকটা পাড়ার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ঝাড়গ্রাম মেদিনীপুর গাড়ি আসা যাওয়া করে এই সমস্ত পাড়ার ভেতরের রাস্তা দিয়ে। ভাড়ি বালির ট্রাক মাল বোঝাই ট্রাক সমস্ত টাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এত ভাড়ি ট্রাক যাতায়াতে নির্দিষ্ট রাস্তা থাকে। শহরের ভেতর ঢোকেনা।
অথচ ঝাড়গ্রামে প্রশাসন ও পৌরসভার অব্যাবস্থা পনার খেসারত দিতে হচ্ছে পৌরবাসীকে। বেহাল রাস্তায় প্রায় দূর্ঘটনার কবলে পড়ছে বাচ্চা বুড়ো সকলে। ধূলোর জেরে এলাকার লোকের বেহাল অবস্থা। স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে।
এরই প্রতিবাদে আজ ওই এলাকার মানুষরা তিন জায়গায় পথ অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি যে, হয় গাড়ি বন্ধ, নাহলে অবিলম্বে রাস্তা নির্মাণ করা হোক। এমন অবস্থায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। জানা গিয়েছে যে, এলাকার লোকেদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করলেও এলাকাবাসীরা অনড়।