"পাকিস্তানকে ইঙ্গিত দিচ্ছে যে এই সন্ত্রাসী হামলায় কংগ্রেস দল পাকিস্তানের পাশে"!
কংগ্রেসের 'গায়াব' পোস্ট প্রসঙ্গে বিজেপি নেতা গৌরব ভাটিয়া কি বললেন?
‘নিরাপত্তা ছিল না, তারপরও সন্দেহভাজন ব্যক্তিদের ছাড়া উচিত নয়’, কংগ্রেসের সুর মিলছে বিজেপির সাথে
তিরুপতি মন্দির পরিদর্শনে প্রাক্তন ক্রিকেটার
বিগ ব্রেকিং: বিহার নির্বাচন, ২০০ টিরও বেশি আসন মোদী-নীতিশ ঝুলিতে!
পাহেলগাম হামলায় নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর
কংগ্রেস সর্বদা বিজেপিকে সাহায্য করেছে! আঙুল তুললেন এই আপ নেতা
পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঙ্কারের পাল্টা জবাব দিল ভারত, জাতিসংঘে সবার সামনে খুলে দিল পাকিস্তানের মুখোশ
প্রধানমন্ত্রীর চাপের মুখে ১৫ জুন পদত্যাগ করবেন নিরাপত্তা প্রধান

একটু বৃষ্টিতেই বিদ্যুৎহীন গোটা গ্রাম, নাজেহাল অবস্থা বাসিন্দাদের

কখনও কখনও ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ চলে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
১২৩

File Picture

নিজস্ব সংবাদদাতা: একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ, দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষ, অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ। 

গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের চৈনিশোল, পাঁচরুখি, আমদাপাল, বড় আসনবনী, রামচন্দ্রপুর, গোয়ালমারা সহ আশেপাশের প্রায় ১০ থেকে ১৫টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এক দুই ফোঁটা বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না, রাতভর বিদ্যুৎ আসে না, কখনও কখনও ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ চলে যায়। গত দু’দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকা জুড়ে আর তাতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।

power cut 1

তারা জানান, বাড়িতে বৃদ্ধা, ছোট বাচ্চা রয়েছে ফলে প্রচণ্ড গরমে সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যাও বাড়তে থাকে। আর এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের। একাধিক বার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এর সুরাহা হয়নি। এসমস্ত অভিযোগ তুলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চৈনিশোল বাসস্ট্যান্ডে এদিন সকাল থেকে রাজ্য সড়কে রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। তড়িঘড়ি বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।