নিজস্ব সংবাদদাতা: ধামকুড়িয়া বিটের একাধিক জঙ্গলে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। জঙ্গল বাঁচাতে মেশিন নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালো বন কর্মীরা।
জঙ্গল জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনে পুড়ে নষ্ট হচ্ছে জঙ্গলের গাছ। জঙ্গল বাঁচাতে মেশিন নিয়ে আগুন নেভানোর কাজে নেমেছে বনকর্মীরা। জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের ঘাটমুড়া, বলরামপুর, আমশোলের জঙ্গলে। বৃহস্পতিবার দুপুর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ চেষ্টার পর ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
/anm-bengali/media/media_files/2025/03/07/12546hgu-306134.png)
কেউ বা কারা এই সমস্ত জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান বন দপ্তরের। এয়ার ব্লোয়ার মেশিন ব্যবহার করে বনকর্মীদের দীর্ঘ চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে। তবে এভাবে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় কপালে চিন্তার ভাঁজ বনদপ্তরের। প্রতিবছর গ্রীষ্মের সময় বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার জেরে নষ্ট হচ্ছে জঙ্গলের পরিবেশ। আগুন লাগার ঘটনায় চিন্তিত বন দপ্তর। কি করে আগুন লাগলো একের পর এক জঙ্গলে তা খতিয়ে দেখছে বন দপ্তর।
/anm-bengali/media/media_files/2025/03/07/12wrdrt-665246.png)