নিজস্ব সংবাদদাতা: আগেই জানা গিয়েছে কেন্দ্রের 'অমৃত ভারত' প্রকল্পে ৫৫৪টি স্টেশনের মান উন্নত করা হবে। তার জন্য লোকসভা ভোটের আবহেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। সোমবার এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জেরেই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
জানা যাচ্ছে, মুর্শিদাবাদ (Murshidabad)-আজিমগঞ্জ (Azimganj) লাইনে বেশ কিছু কাজ হবে। তার জেরেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের (Indian Rail) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই মতোই, আজ মঙ্গলবার থেকে তিনদিন মুর্শিদাবাদ (Murshidabad)-আজিমগঞ্জ (Azimganj) লাইনে কাজ করার পরিকল্পনা আছে। রেলের তরফে জানানো হয়েছে, এই জন্য দফায় দফায় পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক করা হবে। আর সেই জন্য আজ মঙ্গলবার এবং বুধবার একাধিক লোকাল ট্রেন বাতিল (List of Cancelled train) করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই অসুবিধার জন্য যাত্রীদের কাছ থেকে আগাম ক্ষমা চেয়ে নিয়েছে রেল কতৃপক্ষ। রেল কতৃপক্ষ দাবি করেছে যে, সাময়িক অসুবিধা হলেও, আগামীদিনে রেল পরিষেবা আরও মসৃণ হবে।
কোন কোন লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে?
নিম্নলিখিত ট্রেনগুলি মঙ্গলবার বাতিল থাকবে।
আজিমগঞ্জ থেকে বাতিল: 03085, 03057, 03087, 03093, 03065, 03068, 03098, 03090
কাটোয়া থেকে বাতিল: 03059, 03083, 03097, 03089, 03067, 03055
নৈহাটী থেকে বাতিল : 03086
নিমতিতা থেকে বাতিল : 03060, 03058
রামপুরহাট থেকে বাতিল : 03094, 03088, 03084, 03070
আহমেদপুর থেকে বাতিল : 03056
নিম্নলিখিত ট্রেনগুলি বুধবার বাতিল থাকবে।
আজিমগঞ্জ থেকে বাতিল: 03057, 03087, 03093, 03065, 03068, 03098, 03090, 03042
কাটোয়া থেকে বাতিল: 03059, 03083, 03097, 03089, 03067, 03055, 03041
নৈহাটী থেকে বাতিল: 03086
নিমতিতা থেকে বাতিল: 03060, 03058
রামপুরহাট থেকে বাতিল: 03084, 03070
আহমেদপুর থেকে বাতিল: 03056
এছাড়া, শনিবার ও রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে আগে থেকেই।