নিজস্ব সংবাদদাতা: চাষের কাজে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না বাড়ি। দুই ব্লকে ভিন্ন ভিন্ন তিন জায়গায় বজ্রাঘাতে মৃত্যু হল চারজনের। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। মাঠে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা। শুধু নিহতের ঘটনা নয়, বজ্রাঘাতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে বৃষ্টির সঙ্গে ঘনঘন বাজ পড়ে। সবাই মাঠে চাষের কাজ করছিলেন। এদিন বেলদা থানার রসুলপুর এলাকায় সমীর হাঁসদা (৫১) ও শকুন্তলা মান্ডি(২৪), অপরদিকে নারায়ণগড় থানার যমুনা এলাকার বাসিন্দা চন্দ্রমোহন শীট (৬৬) ও কেশিয়াড়ি থানার শহরিয়া এলাকার পরেশ মালিকের(৬৬) মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, রসুলপুর এলাকায় কয়েকজন মাঠে কাজ করছিলেন। হঠাৎই বাজ পড়লে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে দুজনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কেশিয়াড়ির শহরিয়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের। বৃষ্টিকে মাথায় নিয়ে মাঠে তিনজন কাজ করার সময়েই আহত হন দুজন। কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে আনলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।