পুলিশ কর্মীর রক্তে প্রাণ বাঁচলো যুবতীর

ডেবরা থানার ওসি গৌতম মাইতির নির্দেশে কনস্টেবল উত্তম রায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রক্তদান করেন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
police blood

স্বেচ্ছায় রক্তদান করে এক যুবতীর প্রাণ বাঁচালেন ডেবরা থানার কনস্টেবল উত্তম কুমার রায়

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শনিবার দুপুরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে এসে স্বেচ্ছায় রক্তদান করে এক যুবতীর প্রাণ বাঁচালেন ডেবরা থানার কনস্টেবল উত্তম কুমার রায়। শনিবার সকালে ডেবরা থানায় খবর যায়, এক যুবতীর চিকিৎসার জন্য বেশ কিছুটা রক্তের প্রয়োজন। কিন্তু যুবতীর ব্লাড গ্রুপের রক্ত ব্ল্যাড ব্যাঙ্কে নেই। আর সেই খবর পৌঁছায় ডেবরা থানায়৷ ডেবরা থানার ওসি গৌতম মাইতির নির্দেশে কনস্টেবল  উত্তম রায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রক্তদান করেন। পুলিশ কর্মীর এই উদ্যোগের জন্য  ওই কনস্টেবলকে ধন্যবাদ জানিয়েছেন যুবতীর পরিবারের সদস্যরা।