অপসারণের দাবি-সাঁড়াশি চাপে অধ্যক্ষ! স্বাস্থ্য ভবনে চিঠি ১৬ বিভাগীয় প্রধানের

উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
l,m

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, নম্বর বাড়ানোর চক্রে আগেই ছাত্র-অধ্যাপকদের আদালতে অভিযুক্ত হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত, সহকারি ডিন সুদীপ্ত শিল ও আরএমও নিলাব্জ ঘোষ। চাপের মুখে ডিন, সহকারি ডিন, আরএমও পদত্যাগ করেন। স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করে বলে জানা যায়। সেই কমিটি গতকালই অভিযুক্তদের ডেকে জিঞ্জাসাবাদ করেছে। কিন্তু, অজানা কারণেই অধ্যক্ষের বিরুদ্ধে কোনও তদন্ত কমিটি গঠন হয়নি। এবার সেই অধ্যক্ষের বিরুদ্ধেই কার্যত অনাস্থা এনে তাঁর অপসারনের দাবিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন ১৬ টি বিভাগের বিভাগীয় প্রধানেরা। 

বিভাগীয় প্রধানদের অভিযোগ, 'নম্বর বাড়ানোর চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ স্বয়ং।  পিজিটি সুমন ভার্মা লিখিত ভাবেই সব অভিযোগ জানিয়েছেন। তাহলে যে অভিযোগে বাকিরা পদত্যাগ করলেন ও তদন্তের মুখোমুখি হচ্ছেন সেই একই অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষের ক্ষেত্রে পৃথক ফল কেন?'

তাই মোট ২৪ টি বিভাগের মধ্যে ১৬টি বিভাগের বিভাগীয় প্রধানেরা এবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ স্বাস্থ্য মাফিয়াদের মদত দেওয়ার কাজে অভিযুক্ত অধ্যক্ষ। তাই থ্রেট কালচারের বিরুদ্ধে সার্বিক পদক্ষেপের অঙ্গ হিসেবেই অধ্যক্ষকে অপসারণ করুক স্বাস্থ্য ভবন।