বিচারকের উপস্থিতিতে আইনি সচেতনতা শিবির

শুক্রবার পাণ্ডবেশ্বরের (Pandabeswar) তৃণাঙ্কুর (Trinankur ) ও দ্য লিগাল এন্ড এডভাইসারি সোসাইটির (The Legal and Advisory Society) যৌথ উদ্যোগে পাণ্ডবেশ্বর বাঁকোলার (Bakola) "কলরব" (Kalarab) নামে একটা বেসরকারি হলে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির।

author-image
Pallabi Sanyal
New Update
আইনি সচেতনতা শিবির

আইনি সচেতনতা শিবির

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর :  শুক্রবার পাণ্ডবেশ্বরের  (Pandabeswar)  তৃণাঙ্কুর (Trinankur ) ও দ্য লিগাল এন্ড এডভাইসারি সোসাইটির (The Legal and Advisory Society)  যৌথ উদ্যোগে পাণ্ডবেশ্বর বাঁকোলার (Bakola) "কলরব" (Kalarab)নামে একটা বেসরকারি হলে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির। এদিনের এই আইনি সচেতনতা শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা উচ্চ আদালতের বিশিষ্ট বিচারক অরিন্দম মুখার্জি  (Arindam Mukherjee) ও শহীদুল্লাহ (Sahidulalh Munshi) মুন্সী, এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক( দুর্গাপুর) সৌরভ চ্যাটার্জী (Sourav Chatterjee), ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakrabarty), ওসি অন্ডাল শান্তনু (Shantanu Adhikari) অধিকারী, বিডিও অন্ডাল সুদীপ্ত বিশ্বাস (Sudipta Biswas) ছাড়াও মহকুমা ও জেলা আদালতের একাধিক আইনজীবীরা। 
এদিনের এই আইনের সচেতনতা শিবিরে হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিরা সংবিধান এবং আইনি পদ্ধতিতে বিচার পাওয়ার অধিকার সহ  বিভিন্ন দিক তুলে ধরেন। বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি বলেন, 'আইন মেনে চলা যেমন নাগরিকদের কর্তব্য, তেমনি বিচার ও আইনি সহায়তা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।' তিনি বলেন, 'বিভিন্ন কারণে বিচার অনেক সময় বিলম্বিত হয় কিন্তু বিচার ঠিকই মেলে। বিচারব্যবস্থায় আদালতের ভূমিকা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কারা, কিভাবে বিনামূল্যে বিচার পেতে পারেন, এসব দিকও তুলে ধরেন এ দিন বিচারপতিরা।