চোলাই মদ নিয়ে আইনি পরামর্শ ও সচেতনতা বার্তা! আন্দোলনরত মহিলাদের পাশে প্রশাসন ও আইনজীবিরা

কি বার্তা দিলেন তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-04 at 12.00.36 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বেআইনি চোলাই মদ বন্ধে গ্রামে পৌঁছলেন প্রশাসনের আধিকারিকেরা। আইনি পরামর্শ থেকে শুরু করে সচেতনতার বার্তা দিলেন গ্রামবাসীদের। গ্রাম থেকে চোলাই মদ উৎখাত করতে গ্রামের মহিলাদের পাশে দাঁড়িয়ে বিশেষ সচেতনতা শিবির করল প্রশাসনের আধিকারিক থেকে আইনজীবিরা। 

জানা যায়, বেশ কিছুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের চাঁদুর গ্রামে চোলাই মদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছিল গ্রামের মহিলারা। পুলিশ প্রশাসন চোলাই বন্ধে গ্রামের মহিলাদের সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছিল। চোলাইয়ের বিরুদ্ধে মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে মদ তৈরীর কারবার ও মদ খেয়ে মাতলামি করলেই মাতালদের প্রহার দিয়ে চোলাইয়ের বিরুদ্ধে এখন অনেকটাই সফল হয়েছে। এক কথায় মহিলাদের এই আন্দোলনের জেরে গ্রামে বন্ধ মাতালদের দৌরাত্ম্য ও মদ তৈরির কারবার। ফের যাতে গ্রামে চোলাই মদের কারবার মাথাচাড়া না দেয় সেই জন্য গ্রামের মহিলারা নিয়ম করে নজরদারি ও টহলও দেয় গ্রামে। আর আগাগোড়া মহিলাদের এই আন্দোলন ও চোলাই মদ উৎখাতে সামনের সারিতে থেকেছেন স্থানীয় তৃণমূল পরিচালিত মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরি সিংহ দোলই। তিনিও এই চোলাই মদ উৎখাতের অন্যতম কান্ডারী এমনটাই জানাচ্ছেন গ্রামের বাসিন্দা থেকে আন্দোলনকারী মহিলারা। 

WhatsApp Image 2025-03-04 at 12.00.36 PM (1)

তবে গ্রামে চোলাই মদ উৎখাত হলেও ফের যাতে না মাথাচাড়া দিয়ে ওঠে সেই জন্য এবার চন্দ্রকোনার চাঁদুর গ্রামে চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা শিবির করল প্রশাসন।চন্দ্রকোনা ১ নম্বর ব্লক প্রশাসন থেকে ঘাটাল মহকুমা প্রশাসন ও ঘাটাল মহকুমা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ ময়ুখ মুখার্জি, রুম্পা বেরাসহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা ছিলেন সেখানে। গ্রামের সমস্ত মহিলা থেকে পুরুষ সকলকে একত্রিত করে নির্দিষ্ট একটি জায়গায় আইনি পরামর্শ দেন তারা। এমনকি আন্দোলনরত মহিলাদের পাশে থাকার বার্তাও দেন প্রশাসনের আধিকারিকেরা।