নিজস্ব সংবাদদাতা : যাদবপুরের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিভিন্ন বামপন্থী সংগঠন। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে ডেবরা ব্লকের অন্তগর্ত বামপন্থী সংগঠন গুলির উদ্যোগে ডেবরা বাজারে বিক্ষোভ মিছিল করা।ডেবরা বাজার জুড়ে বিক্ষোভ মিছিলের পর ডেবরা বাজারে অবরোধ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করা হয়।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার DYFI এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, ডেবরার সি পি আই নেতা প্রাণকৃষ্ণ মন্ডল সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/2025/03/05/1000165833-534596.jpg)
/anm-bengali/media/media_files/2025/03/05/1000165831-189092.jpg)