নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরে সিপিএমের ২৫ তম জেলা সম্মেলন উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, দীপক সরকার, কালি নায়েক, তাপস সিনহা, ডহরেশ্বর সেন । খড়গপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গোলবাজার, খরিদা হয়ে মিছিল মালঞ্চ প্রেমহরি ভবনে গিয়ে শেষ হয়। আগামী ১২ ও ১৩ জানুয়ারি খড়্গপুরের অন্ধ্র হাইস্কুলে সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। খড়গপুর শহরে এই নিয়ে ষষ্ঠ বার সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে শেষ বার ১৯৮১ সালে খড়্গপুরে জেলা সম্মেলন হয়েছিল।
কালো তালিকা ভুক্ত স্যালাইন দেওয়ার ফলে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু প্রসঙ্গে বিমান বসু বলেন, এর দায় স্বাস্থ্য প্রশাসনের। জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রীর একটাই মাথা , দুটো চোখ। একটা মাথায় এত কিছু থাকে ? দুটো চোখ দিয়ে এত কিছু দেখা যায়? যায় না।
অতীতে রাজ্যের কোন মুখ্যমন্ত্রীকে এত দপ্তর হাতে রাখতে দেখিনি। মুখ্যমন্ত্রী নড়লে দপ্তর নড়বে । তিনি না নড়লে দপ্তর নড়বে না। এটা ভাবা উচিত, দেখা উচিত। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত লোকেদের হাতে এইসব দপ্তরের দায়িত্ব দেওয়া উচিত ।