ফেসবুকে ‘Left Job’ লিখে দিলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী : কি এর অর্থ?

তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে বাদ পড়লেন অরূপ চক্রবর্তী সহ প্রবীণ নেতা-কর্মীরা। ফেসবুকে পোস্ট করে তিনি জানান, দলের সব কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Arup

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তালিকা থেকে বাদ পড়েছেন দলের প্রবীণ নেতা অরূপ চক্রবর্তী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। দীর্ঘদিন ধরে দলের মুখপাত্র হিসেবে কাজ করা অরূপ চক্রবর্তী এই বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন, যার মাধ্যমে তিনি জানিয়ে দেন যে, তৃণমূলের সব কাজ থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। তবে দলের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

TMC hj1.jpg

রাজনৈতিক মহল মনে করছে, মুখপাত্রের তালিকা তৈরির সময় নবীন ও প্রবীণদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। অরূপ চক্রবর্তী, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, দলের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্কের কারণেই তাঁর নাম বাদ পড়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে শান্তনু সেনও একই কারণে মুখপাত্র পদ হারিয়েছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যের সার্বিক বিষয়ে যাঁরা প্রতিক্রিয়া জানাবেন, তাঁরা টেলিভিশন চ্যানেলে উপস্থিত হতে পারবেন। এই তালিকায় নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কলকাতার কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী সহ আরও অনেকেই। তবে পুরনো নেতৃত্বের জন্য অন্য কাজে দায়িত্ব দেওয়া হবে বলে দাবি করছে তৃণমূল।

TMC leader arup chakraborty

এদিকে, এই ঘটনার পর দলের মধ্যে প্রবীণদের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।