নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ বিকালে চার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামেরা। লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া করেই লড়াইয়ের ময়দানে নামছে বামফ্রন্ট। চার বিধানসভা কেন্দ্রের মধ্যে দু’টিতে প্রার্থী দিচ্ছে সিপিএম। একটি আসন দেওয়া হচ্ছে ফরওয়ার্ড ব্লককে। বাকি একটি আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্রে খবর, মানিকতলায় তৃণমূলের সুপ্তি পাণ্ডের বিপরীতে সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদারকে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপভোটে মুকুটমণি অধিকারীর বিপরীতে সিপিএম প্রার্থী করেছে অরিন্দম বিশ্বাসকে। বাগদা আসনটি দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লককে। সেখানে তৃণমূলের নতুন মতুয়া-মুখ মমতাবালার কন্যা মধুপর্ণা ঠাকুরের বিপরীতে ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হচ্ছে গৌর বিশ্বাসকে। বাকি রায়গঞ্জ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের জন্য।