নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ করলেন বাম প্রার্থী মণিকুন্তল খামরই। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট একসাথে ভোট ময়দানে নামলেও ২০২৪ এর বিধানসভা উপনির্বাচনে পৃথক পৃথক প্রার্থী তালিকা ঘোষণা করেছে দুই দলই। বৃহস্পতিবার মেদিনীপুর জোনাল অফিস থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যান প্রার্থী মণিকন্তল। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে নিজের মনোনয়ন পেশ করলেন বাম প্রার্থী।
তিনি বলেন, '' সাধারণ মানুষের কাজ এবং শিক্ষিত বেকার যুবকদের চাকরির দাবিতে মানুষের কাছে ভোট চাইতে যাব। প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে শাসকদল দুর্নীতি কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি একাধিক বিষয়ের দুর্নীতি করে বেড়াচ্ছে শাসকদলের নেতাকর্মীরা, তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন বলেও দাবি করেন তিনি। আমরা তথা বাম দল সারা বছরই মানুষের পাশে থাকি তাই মানুষ দেখছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কি ধরনের কার্যকলাপ করে চলেছে। আমি আশাবাদী মানুষ এবার বামফ্রন্টের সঙ্গে থাকবেন। আমরা মানুষের আশু যে সমস্যা রয়েছে সেগুলি নিয়ে লড়াই করে চলেছি, আগামী দিনেও মানুষের সঙ্গে আমরা থাকবো। ''