নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীন, চিংড়িহাটার পর শ্রীরামপুরে হেলে পড়া আবাসনের হদিশ। যদিও তা মানতে নারাজ প্রোমোটার। শ্রীরামপুরে কুমিরজলা রোডে একদিকে বসে গেছে আবাসন, দাবি প্রতিবেশীদের। ওই বহুতল তৈরির পর বাড়িতে ও পাঁচিলে ফাটল ধরেছে, দাবি জানিয়ে আতঙ্কে প্রতিবেশীরা। ২০২০ সালে প্ল্যান পাস করিয়ে ছিলেন প্রোমোটার তুষার কান্তি ঘোষ। তারপর তৈরি করেন বহুতল'।। প্রোমোটারকে ডেকে সবরকম ব্যবস্থা নিয়ে বলা হয়েছে'l, জানালেন শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য। পাল্টা প্রোমোটারের দাবি,'মাটি খারাপ তাই ফাটল ধরেছে, আবাসন হেলে যায়নি, পুরসভার পরিদর্শনেও কিছু ধরা পড়েনি'।