১৯৭১-এর সাক্ষী ছিল এই শিবির, দেখেছিল যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের জয়, ২০২৫-এ সেই স্মৃতি আজও রঙীন!
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আগ্রায় তাজমহল ঘিরে নিরাপত্তা মহড়া
BREAKING : থামতে চলেছে ভারত-পাকিস্তান যুদ্ধ ! বড় টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন বড় খবর
ভারতীয় সেনাবাহিনী গৌরবময় অভিযান, কীভাবে পাকিস্তানকে দুর্মূষ করে দিচ্ছে ভারত, দেখুন এখানে -
পাকিস্তানের আগ্রাসনে ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি, বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় বিশেষ ট্রেন চলাচল শুরু, রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশ
BREAKING : ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝেই এবার কড়া বার্তা দিলেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় !
‘অপারেশন বানিয়ান’ চালিয়ে ভারতকে জবাব, দাবি পাকিস্তানের!

ছাদে ফুটো? তাক লাগালো চোরের দল

চুরির নতুন পন্থা! তাজ্জব সকলে। হাড় হিম করা ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaa

হরি ঘোষ, অন্ডাল : অবিশ্বাস্য চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির অন্তর্গত বহুলা মতি বাজার এলাকায়। রানীগঞ্জের বাসিন্দা প্রদীপ বার্নওয়ালের বহুলা মতি বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান রয়েছে । প্রদীপ বাবু প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার খনি অঞ্চলে যখন প্রতিমা নিরঞ্জন নিয়ে ব্যস্ত সকলে,  ঠিক তখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে কংক্রিটের ছাদ ফুটো করে দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকার নগদ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।এমনই দাবি প্রদীপ বাবুর। এর আগে খনি অঞ্চলে বহু চুরির ঘটনা ঘটেছে। কোথাও তালা বন্ধ ঘরে চুরি,আবার কোথাও দেওয়াল কেটে চুরির ঘটনাও সামনে এসেছে। তবে এভাবে কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা মনে হয় এটাই প্রথম। ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ।

aaaa

ঘটনা প্রসঙ্গে দোকান মালিক প্রদীপ বার্নওয়াল জানান, প্রত্যেক দিনের মতোই বুধবার সকালে তিনি দোকান খুলে দেখেন, দোকানের কংক্রিটের ছাদ ফুটো, ক্যাশে থাকা আনুমানিক ২০ থেকে ২৫০০০ টাকা গায়েব। তবে দোকানের অন্যান্য সামগ্রী চুরি সেভাবে হয়নি। যা হয়েছে তা শুধুমাত্র এই নগদ অর্থ। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার ব্যবসায়ী মহল। এর আগে খনি অঞ্চলের মানুষ কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা দেখেনি। যেভাবে কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা ঘটেছে তাতে দোকান বন্ধ করে বাড়িতে থাকা কতটা নিরাপদ সেটাই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করছে বনবাহাল ফাড়ির পুলিশ।

hire