নিজস্ব সংবাদদাতা: আরজি কর মহিলা চিকিৎসক খুনের বিচার চেয়ে এবার রাস্তায় নামলেন মহিলা আইনজীবীরা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসক খুনে সরব হয়েছে রাজ্য সহ সারা দেশ। দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রাস্তায় হাঁটলেন দুর্গাপুরের মহিলা আইনজীবীরা।
/anm-bengali/media/media_files/aAUQWhZIIBV1HEIG439C.jpg)
/anm-bengali/media/media_files/VqPN7dYC4aG1p4Bibgbd.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)