নিজস্ব সংবাদদাতা: ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। আর তারপর একাধিক অভিযোগের উত্তর দিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন সুপ্রতীম সরকার বলেন, “গত ৫ জানুয়ারী ঘটনার পর ইডির ডেপুটি ডিরেক্টর একটি অভিযোগ দায়ের করেন ন্যাজাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পরে অবশ্য ইডির আবেদনের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হয়। ফলে ঐ মামলায় তদন্ত করা এবং গ্রেফতার, অন্য আইনি পদক্ষেপ নেওয়ার বাধা ছিল। কিন্তু ইডির কাছে কোনও বাধা ছিল না। কিন্তু ইডিও এতোগুলো দিন ধরে গ্রেফতার করার কোনও চেষ্টা করেনি। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। কিন্তু ইডি কেন গ্রেফতার করেনি?” এদিন এমনটাই জানতে চান এডিজি সাউথ বেঙ্গল। একই সাথে ইডির তদন্ত প্রক্রিয়ার ওপরও প্রশ্নচিহ্ন তুলে দেন তিনি।