নিজস্ব সংবাদদাতা, অণ্ডালঃ ফের একবার সেই ধসের ঘটনা সামনে এলো অন্ডালের সিদুলি এলাকায়। এলাকার একটি পরিত্যক্ত হিন্দি বিদ্যালয়ের পাশেই ধসের কারণে বিশাল গর্তের আকার নিয়েছে অনেকটা এলাকা জুড়ে। স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জামবাদ কাজোড়া ইউনিটের কে কে এস সি শ্রমিক সংগঠনের সভাপতি অনুপ আচার্য জানান, '' এই এলাকায় বছর ১৫ আগে একবার ধসের ঘটনা ঘটেছিল। তার ১০০ ফুট দূরে আবার ধসের ঘটনা ঘটায় স্বাভাবিক কারণেই আতঙ্কিত এলাকাবাসী। তিনি আরও বলেন,'' ধস কবলিত স্থানটি ছিল একটি পরিত্যক্ত কয়লা খাদান, তাই বৃষ্টি হলেই ধসের ঘটনা সামনে আসে। বর্তমানে ধস প্রবলিত এই স্থানটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ধসের কারণে যে গর্তের সৃষ্টি হয়েছে সেই জায়গাটি বালি দিয়ে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে। ''
জামবাদ খনির সেফটি অফিসার প্রিন্স প্যাটেল জানান, '' বর্ষা কালের ধস এক স্বাভাবিক ব্যাপার খনি অঞ্চলে, তবে শীঘ্রই ধস কবলিত স্থান বালি ও মাটি দিতে ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ধস কবলিত স্থান টির চারপাশে ফেনসিং দিয়ে ঘেরার কাজ করা হচ্ছে। ''