বিগ ব্রেকিংঃ ভুয়ো চাকরি দেওয়ার অভিযোগ : ৩২ লক্ষ টাকা আত্মসাৎ

কালনা থানার সিভিক ভলেন্টিয়ার কাউসার শেখের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৩২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : নদিয়ার গাংনাপুরের গোপিনগর এলাকায় চাকরি দেওয়ার নামে ৩২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কালনা থানার সিভিক ভলেন্টিয়ার কাউসার শেখের বিরুদ্ধে। গৃহবধূ বুলবুলি বিশ্বাস জানান, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সাল পর্যন্ত ধাপে ধাপে তাকে চাকরি দেওয়ার নামে টাকা আদায় করেন কাউসার। প্রথমে পরিচিতি ঘটে কালনা থানার দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে, যেখানে সিভিক ভলেন্টিয়ার চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এরপর, তিনি গৃহবধূর কাছ থেকে ব্যাঙ্ক লেনদেন এবং নগদে টাকা আদায় করেন।

publive-image

শুধু বুলবুলি বিশ্বাস নয়, কাউসার শেখ গাংনাপুরের আরও কিছু বেকার যুবককে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়েছেন এবং তাদের ভুয়ো জয়েন্ট লেটার দিয়েছেন। গৃহবধূ অভিযোগ করেছেন, টাকা ফেরত চাইলে অভিযুক্ত তার বিরুদ্ধে হুমকি দিতে শুরু করেন। বর্তমানে, গৃহবধূ ঋণ নিয়ে প্রতারণার শিকার হয়ে চাপের মধ্যে আছেন।

publive-image

এই ঘটনার সঙ্গে রেজাউল ইসলাম মোল্লা (রানা) নামের এক ব্যক্তিরও সংশ্লিষ্টতা রয়েছে। গৃহবধূ কালনা থানায় এবং বর্ধমান পুলিশ সুপার অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় এলাকায় এ ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।