হরি ঘোষ, জামুড়িয়া: কারখানায় দুর্ঘটনায় মৃত্যু এক কর্মরত শ্রমিকের। প্রায় ১০ ঘণ্টার প্রচেষ্টায় গভীর রাতে দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া শ্যামসেল কারখানার সাইডিং এলাকায়। মৃত শ্রমিকের নাম দীপঙ্কর দাস। বার্নপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে মৃত শ্রমিক সেম সেল কারখানার হপার বিভাগে কর্মরত ছিলেন। গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ করে হুপার ভেঙে কাঁচামালের নিচে চাপা পড়ে যান দীপঙ্কর দাস নামক ওই শ্রমিক। বিষয়টি জানাজানি হতে ঐখানে কর্মরত শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে জানালে উদ্ধার করার কাজ শুরু করেন অন্যান্য শ্রমিকরা। ঘটনাস্থলে মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা চলে আসেন। স্পঞ্জ আয়রন কারখানার কাঁচা মাল সরিয়ে প্রায় ১০ ঘণ্টা পর দীপঙ্কর দাসের দেহ উদ্ধার করা হয়। ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকরা। ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে দেহ। কারখানা কর্তৃপক্ষ সূত্রের খবর, বৃষ্টির ফলে এই বিপত্তি।