দিলীপ ঘোষকে ঘিরে কুড়মিদের বিক্ষোভ

ঝাড়গ্রাম জেলার শিলদাতে দলীয় কর্মসূচি সেরে লালগড়ের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বামাল এলাকায় পথ আটকে কুড়মিরা ঘাঘর ঘেরা করল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে।

author-image
Pallabi Sanyal
New Update
dilip kurmi

কুড়মিদের ঘেরাও দিলীপ ঘোষকে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার শিলদাতে দলীয় কর্মসূচি সেরে লালগড়ের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বামাল এলাকায় পথ আটকে কুড়মিরা ঘাঘর ঘেরা করল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। এদিন তারা রাস্তার উপর দাড়িয়ে বিজেপি নেতার পথ আটকে নিজেদের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে গাড়ি থেকে নামেন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের দাবি, কুড়মিদের এসটি তালিকাভুক্তির জন্য  বিরোধী দলের নেতা ও একজন সাংসদ রূপে কি করেছেন তার প্রতিক্রিয়া দিতে হবে। যদিও বিজেপি নেতা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর জানান যে, এটা আইনি বিষয় রয়েছে তবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে।