ভোটের লড়াইয়ে আসরে এবার কুড়মিরা! প্রতিদ্বন্দ্বী শাসক দল

পঞ্চায়েত নির্বাচনে লড়বে কুড়মিরাও। শাসক দলের বিরুদ্ধে লড়বে তারা। রাজ্য রাজনীতিতে এ নিয়ে কৌতূহলের শেষ নেই।

author-image
Pallabi Sanyal
New Update
১১

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : তৃণমূলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে একক ভাবে ভোটে লড়বে কুড়মিরা। এমনটাই জানিয়েছেন কুড়মি নেতারা। নিজেদের এসটি তালিকাভুক্ত করার দাবিতে লাগাতার আন্দোলন-অবরোধ-বিক্ষোভ কর্মসূচী নিয়েছিল কুড়মিরা। জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক দলগুলির নেতা ও জনপ্রতিনিধিদের 'ঘাঘর ঘেরা' করা হয়। সেইসময় ঝাড়গ্রামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে। ১১ জন কুড়মি নেতাকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে জঙ্গলমহল জুড়ে ক্ষোভে ফুঁসছেন কুড়মিরা। পাড়ায় পাড়ায় মিছিলও করে নিঃশর্তে মুক্তির দাবিতে। শাসক দলকে বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা। এবার একক ভাবে ভোটে লড়বে। যে সমস্ত এলাকায় শুধুমাত্র কুড়মি সম্প্রদায়ের মানুষজনের বসবাস সেই এলাকায় প্রার্থী দিবেন তারা। বাকি অন্যান্য এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধী যে কোন দলকে সমর্থন করবেন। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতে ৩৫টি, পঞ্চায়েত সমিতিতে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে জেলা পরিষদে প্রার্থী দিচ্ছে না। সে ক্ষেত্রে তৃণমূল বিরোধী যে কোন দলকে সমর্থন করতে পারে। তবে তৃণমূলকে কোন ভাবে ভোট নয় পরিস্কার জানিয়ে দিয়েছে কুড়মি নেতারা। ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত বলেন, "দীর্ঘদিন ধরে বঞ্চনা করার পাশাপাশি মিথ্যা মামলায় যেভাবে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের জেলায় জেলায় বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটেও আমরা পৃথকভাবে লড়াই করব। যে এলাকায় প্রার্থী দেওয়া হবে না সেখানে তৃণমূল বিরোধী বিজেপি, কংগ্রেস, সিপিএম, এসইউসিআই সহ যে কোন দলকে আমরা সমর্থন জানাবো।" তবে নির্দিষ্ট কোন দলকে সমর্থন করবে তা পরিস্কার নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কুড়মি নেতা বলেন, "বিজেপির দিলীপ ঘোষ এখনও ক্ষমা চান নি। সিপিএমও রাজ্যে ক্ষমতায় থেকে কুড়মি সহ জঙ্গলমহলের কোনো উন্নয়ন করে নি।" ফলে কুড়মি ভোট কার বাক্সে পরবে তা নিয়েই জল্পনা।