নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : শুক্রবার ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করল কুড়মি সমাজ। সরাসরি সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালো ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। অভিষেক বন্দোপাধ্যায় শুক্রবার নবজোয়ার কর্মসূচির মঞ্চ থেকে বলেছিলেন যে ৪৮ ঘন্টার মধ্যে কুড়মিরা তাদের অবস্থান স্পষ্ট করুক। সেই সময়ের অনেক আগেই শনিবার ঝাড়গ্রাম শহরে একটি বেসরকারি লজে সাংবাদিক সন্মেলন করে তাদের অবস্থান স্পষ্ট করে কুড়মি সমাজ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেশ মাহাত ও সুদীপ রায় মাহাত সহ ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা। কুড়মি সংগঠনের দাবি, অন্যান্য জায়গায় পর্যাপ্ত আলো ও ক্যামেরার ব্যবস্থা ছিল। গতকাল কেন ছিল না? 'আমাদের সংগঠনের কেউ এই ঘটনার সাথে জড়িত নয়' বলে দাবি করা হয় ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। তার সঙ্গে সঙ্গে মন্ত্রী বিরবাহা হাঁসদার গতকালের মন্তব্যের তীব্র নিন্দা করা হয়।