নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটে চাঞ্চল্যকর মোড় জঙ্গলমহলে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট না দেওয়ার ঘোষণা কুর্মিদের কেন্দ্রীয় ঘাঘর ঘেরা কমিটির। পাশাপাশি বিশেষ জনজাতি গোষ্ঠীর প্রার্থীদেরও বয়কট করার ডাক দেওয়া হয়েছে। পরিবর্তে এবার ভোটে লড়বেন কুর্মি জনজাতির মানুষ। শুক্রবার ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি অতিথি নিবাসে মিটিং করে কুর্মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১২ তারিখের মধ্যে তাদের নেতাদের মুক্তি এবং সিআরআই জাস্টিফিকেশান কমেন্টস না পাঠালে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের কোনো ভোট দেওয়া হবে না। পাশাপাশি যেহেতু একটি বিশেষ জনজাতি গোষ্ঠী কুর্মিদের বিরোধিতা করছে তাই ওই সম্প্রদায়ের কোনও দলের কোনো প্রার্থীকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুর্মি সমাজ। এবার সরাসরি শাসক দলকে বয়কট করে নিজেরা ভোটে অংশ নেওয়ার কথা তারা জানিয়েছে।এই সিদ্ধান্তের ফলে এক নতুন সমীকরণ দেখা দিয়েছে জঙ্গলমহল জুড়ে।