নিজস্ব সংবাদদাতা: রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিনবছর পর বিচার শুরু হল পার্থ চট্টোপাধ্যায়ের৷ মঙ্গলবার দিন কলকাতার বিচারভবনে এই বিচার শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির বিশেষ আদালতে৷ প্রথমদিন চলে সাক্ষ্যগ্রহণ।
এদিকে, নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক দাবি তুললেন কুন্তল ঘোষের। শিক্ষা নিয়োগ-দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া আরম্ভ হওয়ার দিনই চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল ঘোষ। শুনানি শেষে তিনি আদালত থেকে বেরিয়ে দাবি তুললেন রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, "যারা ওয়াশিং মেশিনে গেছে, তাঁরা ছাড় পেয়েছে। নামও বাদ পড়েছে।" তাঁর কথায়, বিচার প্রক্রিয়ার সময় আদালতকে তথ্য দেবেন। জানালেন কুন্তল ঘোষ। রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের দাবি, তদন্ত চলাকালীন তিনি সমস্ত নাম জানিয়েছিলেন। কিন্তু ওয়াশিং মেশিনে যাওয়া নামগুলি কিন্তু বাদ দেওয়া হয়েছে। কিন্তু কাদের নাম বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নের মুখে কার্যত কুলুপ এঁটেছেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে মুক্ত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা।