নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়াতে সন্ন্যাসীদের ওপর হামলা হয়। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়। উত্তরপ্রদেশ থেকে ওই তিন সাধু গঙ্গাসাগর মেলায় যোগ দিতে যাচ্ছিলেন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ টুইটার, "তফাৎ। ৩০.০৪.১৯৮২: বিজন সেতু। ছেলেধরা রটনায় ১৭ জন আনন্দমার্গ সন্ন্যাসী/ সন্ন্যাসিনী পিটিয়ে পুড়িয়ে খুন। ১৩.০১.২০২৪: পুরুলিয়াতে ছেলেধরা রটনায় উত্তেজনা। তিন সাধুকে উদ্ধার করল পুলিশ। উভয় তরফে কেস। উত্তরপ্রদেশের সাধু বাংলার পুলিশকে ধন্যবাদ দিলেন। বললেন ঘটনায় রাজনীতি ছিল না।"
উত্তরপ্রদেশের নিগৃহীত সন্ন্যাসীরা বাংলার পুলিশকে ধন্যবাদ দিয়েছে, কেন বললেন কুণাল ঘোষ
পুরুলিয়ার সন্ন্যাসীদের ওপর আক্রমণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। কুণাল ঘোষ জানিয়েছেন, পুলিশের ভূমিকায় উত্তরপ্রদেশের সন্ন্যাসীরা ধন্যবাদ জানানো।
নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়াতে সন্ন্যাসীদের ওপর হামলা হয়। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়। উত্তরপ্রদেশ থেকে ওই তিন সাধু গঙ্গাসাগর মেলায় যোগ দিতে যাচ্ছিলেন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ টুইটার, "তফাৎ। ৩০.০৪.১৯৮২: বিজন সেতু। ছেলেধরা রটনায় ১৭ জন আনন্দমার্গ সন্ন্যাসী/ সন্ন্যাসিনী পিটিয়ে পুড়িয়ে খুন। ১৩.০১.২০২৪: পুরুলিয়াতে ছেলেধরা রটনায় উত্তেজনা। তিন সাধুকে উদ্ধার করল পুলিশ। উভয় তরফে কেস। উত্তরপ্রদেশের সাধু বাংলার পুলিশকে ধন্যবাদ দিলেন। বললেন ঘটনায় রাজনীতি ছিল না।"