নিজস্ব সংবাদদাতাঃ ভগ্নপ্রায় একটি বাড়ি। দেখলে মনে হবে সেটি কোনও পরিত্যক্ত বাড়ি। কিন্তু এটিই যে দমকল অফিস বোঝা দায়। কোন্নগর দমকলের কেন্দ্র এটি। যে কোনও সময় বিপদ হতে পারে। সেই বিপদের আশঙ্কা নিয়েও অফিসের কাজ চালিয়ে গিয়েছেন দমকলের কর্মীরা। বহুবার সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা যাতে দমকল কেন্দ্রকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। অবশেষে কোন্নগর পুরসভার সহযোগিতায় নতুন জায়গায় নতুন অফিস পেতে চলেছে দমকল। আর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোন্নগরবাসী।
কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস বলেন, “রাজ্য সরকার ও দমকল বিভাগের আধিকারিকরা এসে জমি দেখে গিয়েছেন। বেশ কয়েকটি জমি দেখানো হয়েছিল। তার মধ্যে কোন্নগর স্টেশনের কাছে হিম পাইপ এলাকায় একটি জমি তাদের পছন্দ হয়েছে। পুরসভার বোর্ড মিটিংয়ে ওই জমিটি ৯৯ বছরের জন্য লিজ দিয়েছি।"