নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আজ গভীর রাতেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আইএমডির বিজ্ঞানী সোমনাথ দত্ত বলেন, “গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড় 'রেমাল' ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। এটি বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-পশ্চিমে রয়েছে।”
তিনি আরও বলেছেন, “বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৫ থেকে ১০৫ কিলোমিটার। এটি উত্তর দিকে অগ্রসর হবে। মধ্যরাতে এটি সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।”