ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল!

ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
১২

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আজ গভীর রাতেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আইএমডির বিজ্ঞানী সোমনাথ দত্ত বলেন, “গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড় 'রেমাল' ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। এটি বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-পশ্চিমে রয়েছে।”

vjklkl21.jpg

তিনি আরও বলেছেন, “বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৫ থেকে ১০৫ কিলোমিটার। এটি উত্তর দিকে অগ্রসর হবে। মধ্যরাতে এটি সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।” 

Add 1