নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আজ গভীর রাতেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আইএমডির বিজ্ঞানী ড. সোমনাথ দত্ত বলেন, “২৬ মে মধ্যরাতের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।”