৩টি থানা ভেঙে ৯টি থানা! প্রস্তাব গেল ভূমি রাজস্ব দফতরে

কলকাতা পুলিশের প্রস্তাব গেল ভূমি ও ভূমি রাজস্ব দফতরের। প্রস্তাব মতো ভাঙড় পড়বে কলকাতা পুলিশের অধীনে! কী কী প্রস্তাব দেওয়া হয়েছে? ভূমি রাজস্ব দফতর কি তাতে গ্রিন সিগন্যাল দেখাবে?

author-image
Pallabi Sanyal
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা : কলকাতা পুলিশের অধীনে ভাঙড়! প্রস্তাব যেমনটা দেওয়া হয়েছে তাতে এমনই মনে হচ্ছে। কলকাতা পুলিশের তরফে ভূমি ও ভূমি রাজস্ব দফতরে বেশ কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে ভাঙড়-কাশীপুর-কলকাতা লেদার কমপ্লেক্স থানা ভেঙে তিনটি থানা থেকে ৯টি থানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রস্তাব পত্রে  ২টি গ্রাম পঞ্চায়েত অন্তর একটি করে থানা ও একটি না দুটি ট্রাফিক গার্ডের প্রস্তাবও দেওয়া হয়েছে।কাশীপুর থানা ভেঙে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ থানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রস্তাবে শুধু কাশীপুর থানা বলে আলাদা কিছু থাকছে না। এখন দেখার কলকাতা পুলিশের প্রস্তাবের পাল্টা ভূমি রাজস্ব দফতরের কী প্রতিক্রিয়া।