নিজস্ব সংবাদদাতাঃ খাস কলকাতার বুকে ঘটে গেল এক দুঃসাহসিক ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে যে, এক ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে পুলিশ লেখা গাড়িতে তুলে অপহরণ করল দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুরে।
আরও জানা গিয়েছে যে, এক পানশালার সামনের সিসিটিভি ফুটেজে মিলেছে ঘটনার ভিডিও। আজাদগড়ের বাসিন্দা ওই ব্যবসায়ীর থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চায় পাঁচ অপহরণকারী। খবর পাওয়া মাত্র মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে গাড়িকে ধাওয়া করে পুলিশ।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)