নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল সকাল থেকে রোদঝলমলে আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে শহর। দিনটা শুরু হবে হালকা গরম নিয়ে – তাপমাত্রা থাকবে প্রায় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সময় যত গড়াবে, গরমটা আরও বাড়বে। দুপুরের দিকে পারদ চড়বে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
/anm-bengali/media/post_banners/qTtU7OMi2G4T69XFc3yO.jpg)
পুরো দিনের গড় তাপমাত্রা থাকবে প্রায় ২৮.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়ায় খুব একটা আর্দ্রতা থাকবে না, তবে ঘাম ভাব কিছুটা অনুভব হতে পারে। আর্দ্রতার পরিমাণ ৫৫ শতাংশ। এদিন বাতাস থাকবে একেবারে নিস্তেজ। বাতাসের গতি থাকবে শূন্য কিলোমিটার প্রতি ঘণ্টা, আর দিক থাকবে উত্তরের দিকে।
/anm-bengali/media/post_banners/djRzBjsrGZ6rwWc4YXcn.jpg)
সব মিলিয়ে আজকের দিনটা গরম ও কিছুটা গুমোট হতে পারে। তাই যাঁরা বাইরে বেরোবেন, সঙ্গে জল রাখুন, আর হালকা জামাকাপড় পরা বুদ্ধিমানের কাজ হবে। আবহাওয়ার এমন মুডে নিজেকে ঠিকঠাক রাখাই এখন সবচেয়ে জরুরি।