নিজস্ব সংবাদদাতা : বিশেষ তিন রাশির জীবনে আসতে চলেছে নতুন মোড়। কারও জন্য সময় হবে প্রেমের, কারও জন্য সাফল্যের, আবার কেউ পাবেন সতর্কবার্তা। দেখে নিন, আজকের দিনে সেই বিশেষ দিন রাশির ভাগ্য কী বলছে—
/anm-bengali/media/post_banners/z3hSzQPJMeHr9zk5sRMa.jpg)
কর্কট: স্বাস্থ্য ভাল থাকবে, তবে সতর্ক থাকা জরুরি—অবহেলা করলে বিপদ হতে পারে। যেকোনও বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নিন, তবেই লাভ হবে। বিবাহ নিয়ে ভাবছেন? সময়টা একেবারেই উপযুক্ত। প্রেমের মানুষ আজ কিছু চমকপ্রদ করবে। কাজের ক্ষেত্রে নতুন প্রযুক্তি আপনার দক্ষতা বাড়াবে, লোকজনও আপনার কাজ দেখে মুগ্ধ হবে। কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে মন চাইবে, কিন্তু তা সম্ভব নাও হতে পারে। দাম্পত্য জীবনে মিল থাকবে।
/anm-bengali/media/post_banners/aCyadMEfD18LkeUKM70g.jpg)
সিংহ: অন্যকে প্রশংসা করলে নিজের লাভই বেশি হবে। যাঁরা ঋণের চেষ্টা করছিলেন, আজ কাজের সাফল্য পেতে পারেন। আত্মীয়-বন্ধুরা সময় চাইবে, কিন্তু নিজের মতো সময় কাটানোর এটাই সেরা সুযোগ। নতুন প্রেম আসার ইঙ্গিত আছে—দিনটা বিশেষ হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন, যদিও সন্ধেয় কারও সঙ্গে সময় কাটিয়ে কিছুটা বিরক্ত লাগতে পারে। দাম্পত্য সম্পর্ক আজ অনেকটাই উন্নত দেখাবে।
/anm-bengali/media/post_banners/wGgX15XKtNsCkim25c1P.jpg)
কন্যা: আশাবাদী থাকুন, সামনে ভালো সময় অপেক্ষা করছে। বাড়ি থেকে দূরে থাকা কন্যারাশির জাতক-জাতিকাদের কিছু লোক সময় ও অর্থ নষ্ট করতে পারে—সাবধান থাকুন। ভাই বা দাদা-বোনের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন। প্রেমে অযথা সন্দেহ করবেন না। ছোট ব্যবসায় কিছু লোকসান হতে পারে, তবে ভয় পাবেন না—মেহনত করলে ফল পাবেনই। পরনিন্দা এড়িয়ে চলাই ভালো। বিবাহিতরা আজ সম্পর্কের গভীরতা অনুভব করবেন।