নিজস্ব সংবাদদাতাঃ আজ ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রথম দিন ছিল বাংলা ভাষার পরীক্ষা। তবে প্রথম দিনেই ফাঁস হয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র। সূত্র মারফত জানা গিয়েছ যে, এবারের পরীক্ষাতে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলার প্রশ্নপ্রত্র ছড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপে। বাংলা পরীক্ষার শেষে দেখা গিয়েছে, ভাইরাল হওয়া প্রশ্নপত্র এবং আসল প্রশ্নপত্রের ছবির মধ্যে সম্পূর্ণ মিল রয়েছে। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো দেশের একাধিক তারকা ক্রিকেটারকে নিয়ে অতীতে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন এসেছে। সেই ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এ বার মাধ্যমিকের বাংলা পরীক্ষায় এল আইপিএল এবং কেকেআরকে নিয়ে প্রশ্ন।
ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিদেশেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জনপ্রিয়তা পেয়েছে। ১৭তম আইপিএল অনুষ্ঠিত হবে এ বছর। তার আগে এ বার মাধ্যমিকের বাংলা পরীক্ষার এল আইপিএল এবং কেকেআর টিমকে নিয়ে প্রশ্ন। কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দু’বারের চ্যাম্পিয়ন। নাইটদের প্রচুর সমর্থক রয়েছে। এ বার মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নের দ্বিতীয় পাতায় রয়েছে আইপিএল এবং কেকেআরকে নিয়ে একটি প্রশ্ন। সেটি ছিল, ‘আই.পি.এল শুরু হল, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে।’ – গঠন অনুসারে বাক্যটি – ক) সরল বাক্য, খ) জটিল বাক্য, গ) যৌগিক বাক্য, ঘ) মিশ্র বাক্য। এই চারটি বিকল্পের মধ্যে সঠিক উত্তর হল যৌগিক বাক্য।