তৃণমূল নেতাকে খুন করতে ১০ দিন আগেই মালদায় হাজির হয়েছিল খুনিরা... সুপারি দিয়েছিল কে

মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় ইতিমধ্যে চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া চার জনের মধ্যে দুই জন বিহার ও দুই জন ইংরেজবাজারের বাসিন্দা।

author-image
Tamalika Chakraborty
New Update
TMC keader


নিজস্ব সংবাদদাতা: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় ইতিমধ্যে চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া চার জনের মধ্যে দুই জন বিহার ও দুই জন ইংরেজবাজারের বাসিন্দা। আরও এক সন্দেহভাজন ফেরার রয়েছে বলে মালদা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ দিনের বেশি সময় ধরে বিহারের সুপারি কিলাররা মালদায় ছিলেন। বৃহস্পতিবারই পুলিশ দুই জনকে গ্রেফতার করে।  এই দুই ব্য়ক্তি বিহারের বাসিন্দা। তারা সুপারি কিলার ছিলেন। 

প্রসঙ্গত, এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন কাউন্সিলর দুলাল সরকার। দুই যুবক মাফলার পেঁচিয়ে তাঁর কাছে আসে। তাদের হাতে বন্দুক ছিল। সেই সময় ভয়ে দুলাল সরকার দোকানের ভিতর পালিয়ে আসেন। দুই যুবক গুলি চালাতে চালাতে দোকানের ভিতর ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন বন্দুকের ট্রিগার টিপলেও গুলি বের হয় না। সেই সময় অন্য দুষ্কৃতী গুলি করতে থাকে। একটি গুলি মাথা ফুঁড়ে যায় দুলালের।ঘটনার সময় দোকানে অন্যান্য কর্মচারীরা ছিলেন। ঘটনায়  তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে দোকানের ভিতরেই লুটিয়ে পড়েন। সেই সময় দোকানের কর্মচারীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। সেই সময় দুষ্কৃতীরা মোটর সাইকেলে উঠে চম্পট দেয় বলে জানা গিয়েছে।