অপহরণ, ধর্ষণ, ধর্মান্তকরণ, আর না জানি কত কি শুনে সম্মান বাঁচাতে মা-বাবা কে ছেড়েই ভারতে পালিয়ে এলো নাবালিকা!

শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় ওই নাবালিকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bangladesh_Hindu_Attack-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অবস্থা মোটেই ভালো না। প্রতিদিন সেখানে জীবন সংগ্রামটাই বড় হয়ে দাঁড়াচ্ছে সংখ্যালঘু হিন্দুদের জন্য। মৌলবাদীরা রীতিমতো ঘরে ঢুকে চড়াও হচ্ছে হিন্দুদের ওপর। চলছে মারধর, ঘর ভাঙা। এমনকি হিন্দু নারীদেরও পরতে বলা হচ্ছে হিজাব। যার জন্যে সবকিছু নিয়ে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশ জুড়ে।

এমনই এক ঘটনার মুখোমুখি হয়ে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে পালিয়ে আসতে গিয়ে সীমান্তে হাতেনাতে ধরা পড়ল এক নাবালিকা। বাংলাদেশি এক নাবালিকা ভারত সীমান্তে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে এদিন। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ফতেপুর সীমান্ত এলাকায়। 

swaedf

জানা গেছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বাড়িতে মা ও বাবা দুজনেই অসুস্থ। এমন পরিস্থিতে মেয়েকে বাঁচাতে দিশেহারা পরিবার। শেষমেশ কোনো রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় ওই নাবালিকা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই ছিল তার। বেলাকোবার আত্মীয়ের ফোন নম্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায়। তার ওই আত্মীয়ের বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চলছে। শুধুমাত্র সংখ্যালঘু হওয়াতেই এভাবে নির্যাতন চালানো হচ্ছে। অপহরণের বা নানা হুমকি হুঁশিয়ারির শিকার হচ্ছে ওপার বাংলার অসহায় মেয়েরা। ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Bangladesh