দুর্গাপুরে অপহৃত শিশুকে নামিয়ে দিয়ে চম্পট দুষ্কৃতীরা! চলছে তদন্ত

দুর্গাপুরে অপহৃত শিশুকে নামিয়ে দিয়ে চম্পট দুষ্কৃতীরা। যে জায়গা থেকে শিশুটিকে অপহরণ করা হয়েছিল সেই জায়গায় নামিয়ে দিয়ে চার চাকা গাড়িতে চম্পট দুষ্কৃতী দল। ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তারা।

author-image
Probha Rani Das
New Update
vbnbvq19.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরের অপহৃত শিশুকে ফিরিয়ে দিয়ে গেলো কে বা কারা, গতকাল রাতে একটি কালো রঙের চার চাকা গাড়িতে দুষ্কৃতীরা যে জায়গা থেকে গত রবিবার তুলে নিয়ে গিয়েছিলো ঠিক সেই জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়।

vbnbvq22.jpg

vbnbvq20.jpg

দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক ময়দান থেকে গত রবিবার সন্ধ্যা নাগাদ একটি মোটর বাইকে করে এক পুরুষ ও এক মহিলা তিলক ময়দানে আসে, তখন সুমিত্রা সাউ নামে ঐ শিশু তার দু দিদির সাথে খেলা করছিল, মাঠে খেলানোর নাম করে বাইক আরোহী এক মহিলা বাইকে করে তুলে নিয়ে চলে যায় ঐ শিশুকে

vbnbvq21.jpg

দুর্গাপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়তিলক ময়দানের আশেপাশ এলাকার সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেগতকাল সন্ধ্যা নাগাদ একটি কালো রঙের চার চাকা গাড়ি ঐ শিশুকে তিলক ময়দানে নামিয়ে দিয়ে চম্পট দেয়স্থানীয়রা তাড়া করলেও গাড়িটি ঝড়ের বেগে চম্পট দেয়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। 

Add 1