নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরের অপহৃত শিশুকে ফিরিয়ে দিয়ে গেলো কে বা কারা, গতকাল রাতে একটি কালো রঙের চার চাকা গাড়িতে দুষ্কৃতীরা যে জায়গা থেকে গত রবিবার তুলে নিয়ে গিয়েছিলো ঠিক সেই জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়।
দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক ময়দান থেকে গত রবিবার সন্ধ্যা নাগাদ একটি মোটর বাইকে করে এক পুরুষ ও এক মহিলা তিলক ময়দানে আসে, তখন সুমিত্রা সাউ নামে ঐ শিশু তার দু দিদির সাথে খেলা করছিল, মাঠে খেলানোর নাম করে বাইক আরোহী এক মহিলা বাইকে করে তুলে নিয়ে চলে যায় ঐ শিশুকে।
দুর্গাপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। তিলক ময়দানের আশেপাশ এলাকার সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। গতকাল সন্ধ্যা নাগাদ একটি কালো রঙের চার চাকা গাড়ি ঐ শিশুকে তিলক ময়দানে নামিয়ে দিয়ে চম্পট দেয়। স্থানীয়রা তাড়া করলেও গাড়িটি ঝড়ের বেগে চম্পট দেয়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।