নিজস্ব সংবাদদাতা: খেজুরির এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খেজুরির দেখালির বাসিন্দা ওই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বিজেপির লোকজন। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আহত ব্যক্তিকে স্থানীয় জনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি গতকাল রাতে এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, গতকাল খেজুরি ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ছিল পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসে। সেখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সবক’টি কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছে বিজেপি থেকে। অর্থাৎ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির দখল নিয়েছে বিজেপি। যদিও খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। যিনি আবার নির্বাচিত হয়েছেন বিজেপি থেকে। বোর্ড গঠনের আগের দিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি।
এর আগে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের দিন ব্যাপক গন্ডগোল বোমাবাজি ভাঙচুর হয়েছিল খেজুরিতে। ফলতঃ খেজুরি এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে রয়েছে। যদিও এই হামলা নিয়ে বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।